ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে ব্লু ইকোনমিকে

প্রকাশিত: ০৫:৪৩, ২৪ আগস্ট ২০১৫

অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে  ব্লু ইকোনমিকে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গোপসাগরে বাংলাদেশী জলসীমার তলদেশে রয়েছে বিপুল সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে। দূরদর্শিতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে সাগর তলে লুকিয়ে থাকা এ সম্পদ কাজে লাগাতে হবে। যা দেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে। শনিবার দুপুরে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) চট্টগ্রাম চ্যাপ্টার ‘ব্লু ইকোনমি বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সংগঠনের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেরিটাইম এফেয়ার্স ইউনিটের কর্ণধার রিয়ার এডমিরাল (অব) খুরশিদ আলম। সেমিনারে বক্তারা বলেন, সমুদ্রের তলদেশে নিহিত সম্পদ অন্বেষণ, আহরণে সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমাদের প্রযুক্তিগত জ্ঞান, কারিগরি দক্ষতা ও বিশেষজ্ঞ দল রয়েছে। যারা খুব অল্প সময়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ব্লু ইকোনমিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া সম্ভব। এর জন্য দরকার সাহস, মেধা ও প্রজ্ঞা।
×