ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝাড়ুদার, কাঠমিস্ত্রি খুঁজবে গুগল

প্রকাশিত: ০৪:০৮, ২৬ জুলাই ২০১৫

ঝাড়ুদার, কাঠমিস্ত্রি খুঁজবে গুগল

প্রয়োজনের সময় কাঠমিস্ত্রি ও ঝাড়ুদার খুঁজতে হয়রানির শিকার হতে হয়। এবার সেই সমস্যারও সমাধান আনছে গুগল। এবার হোম সার্ভিসের দিকে গুগলের নজর। ইতোমধ্যেই বেশ কয়েকজন কর্মীকে চাকরিও দেয়া হয়েছে নয়া এই প্রজেক্টের জন্য। দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা ছিল গুগলের। আপাতত কাজ করছে তাদের ইঞ্জিনিয়ারিং টিম। -ওয়েবসাইট দিবানিদ্রায় ব্যাঘাত ঘটলে জরিমানা পোষা কুকুর দুপুরের ঘুমের সময় হঠাৎ চিৎকার করলে মালিককে জরিমানা দিতে হবে ২০ থেকে ৫০০ ইউরো পর্যন্ত। ইতালির ক্যাম্পানিয়া প্রদেশের কনট্রোন শহরে গত সপ্তাহে মেয়র এ অর্ডিন্যান্স জারি করেছেন। তাতে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত কুকুরের ডাকাডাকি নিষিদ্ধ করা হয়েছে। ইতালিতে দিবানিদ্রার অপর নাম ‘রিপোসো’। এছাড়া কুকুর রাস্তায় মূত্রত্যাগ করার পর তা পরিষ্কার না করলে এবং কুকুরকে প্রকাশ্যে ছেড়ে দিলেও জরিমানা করা হবে। -দ্য লোকালডটইট
×