ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কানাডাকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ জুন ২০১৫

কানাডাকে হারিয়ে  সেমিতে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ২৫ বছর পর ফিফা মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। শনিবার কোয়ার্টার ফাইনালে তারা ২-১ গোলে কানাডাকে পরাজিত করে শেষ চারের টিকেট নিশ্চিত করল। এই জয়ের ফলে ইংল্যান্ড জুড়েই বইছে এখন আনন্দ-উল্লাসের জোয়ার। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ইংলিশ অধিনায়ক স্টিফ হাফটনও বিশ্বাস করতে পারছিলেন না। বিশেষ করে স্বাগতিক কানাডাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করাটা তার কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছে। তবে সেমিতে জায়গা করে পুরো ইংল্যান্ডের জন্যই গর্বিত বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে স্টিফ হাফটন বলেন, ‘স্বাগতিক সমর্থকদের সামনে খেলাটা সবসময়ই চাপের। আর সেই চাপ জয় করে জয় পাওয়াটা অবিশ্বাস্যই। এই জয়ে আমি খুবই আনন্দিত। ইংল্যান্ডের সবার জন্যই আমার গর্ব হচ্ছে।’ তবে এই সাফল্যের পেছনে ইংলিশ প্রমীলারাও পরিশ্রমও করছেন দীর্ঘদিন ধরে। ফিফা মহিলা বিশ্বকাপ শুরুর ১৮ মাস আগে থেকে কঠোর অনুশীলন করছে তারা। এ বিষয়ে ইংলিশ অধিনায়ক হাফটন বলেন, ‘আমাদের অভিযানটা দীর্ঘদিন থেকেই শুরু করেছিলাম। আর সেই অনুশীলনের ফল আমরা এখন নিয়মিতই পাচ্ছি। আমাদের প্রতি সমর্থকদের অনেক চাপ থাকে। যা সামলিয়ে মাঠে পারফর্ম করাটা খুবই কঠিন।’ ১৯৬৬ এবং ’৯০ এর পর তৃতীয় দল হিসেবে সেমিতে উঠে ইংল্যান্ড। এতে আনন্দে-উদ্বেলিত কোচ মার্ক সামসনও। এ বিষয়ে ইংলিশ কোচ বলেন, ‘আবারও ইতিহাসের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ডের মেয়েরা। ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল তারা।’ সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ এখন জাপান। আগামী বুধবার ফাইনালে উঠার লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ডের প্রমীলারা।
×