ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুশীলনে মগ্ন মেসিরা

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ জুন ২০১৫

অনুশীলনে মগ্ন মেসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ২২ বছরের শিরোপা খরা কাটানোর দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। আর দুটি জয় পেলেই কোপা আমেরিকা কাপের শিরোপা জয় করবে দিয়াগো ম্যারাডোনার দেশ। লিওনেল মেসির দল চিলিতে চলমান আসরের সেমিফাইনালে পাড়ি জমিয়েছে। বুধবার ফাইনালের টিকেটের খোঁজে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপ পর্বেও দু’দলের দেখা হয়েছিল। ম্যাচটি অমীমাংসিত থেকে ছিল ২-২ গোলে। যে কারণে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে দু’দলই প্রতিপক্ষ সম্পর্কে ভালভাবে অবগত। তাই তো নিজেদের ভালভাবে গুছিয়ে নিতে অনুশীলনে ব্যস্ত আছে আর্জেন্টিনা। ফাইনাল নিশ্চিতের মিশনে নামার আগে শিষ্যদর নিয়ে অনুশীলনে ব্যস্ত আছেন মেসি, তেভেজদের কোচ জেরার্ডো মার্টিনো। সবচেয়ে বেশি ১৫ বারের মতো শিরোপা জয়ই এখন আর্জেন্টিনার মূল লক্ষ্য। এ জন্য কলম্বিয়ার বিপক্ষে জয়ের ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ভিনা ডেল মারেতে অনুশীলনে নেমে পড়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা।
×