ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মেসেজ লিখুন স্মার্টপেনে

প্রকাশিত: ০৪:২৩, ৩০ মে ২০১৫

মেসেজ লিখুন স্মার্টপেনে

এবার লেখার জন্য খাতা, কাগজের দিন শেষ। লেখার ধরনই পুরো বদলে দেবে স্মার্টপেন। ‘ফ্রি’ নামের একটি স্মার্টপেন এবার লেখার ধরন বদলে দেবে। স্মার্টফোন প্রস্তুতকারী এই সংস্থার তরফে জানানো হয়েছে, নয়া এই স্মার্টপেন দিয়ে আপনি যেখানে খুশি লিখতে পারবেন। স্মার্টপেন থাকলে আলাদা করে স্মার্টফোনে মেসেজ করার জন্য টাইপ করার দরকার পড়বে না। -ওয়েবাসাইট
×