ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসরাইলে কয়েক হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ মে ২০১৫

ইসরাইলে কয়েক  হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রি  করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছে কয়েক হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র এবং সৌদি আরবের কাছে ১০টি সিহক হেলিকপ্টার বিক্রির পরিকল্পনা করেছে। এ ব্যাপারে দুটি দেশের সঙ্গে চুক্তি হবে। বুধবার কর্মকর্তারা জানান। মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসকে মধ্যপ্রাচ্যের দুই মিত্র দেশে প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয় অবহিত করেছে। উভয় দেশই তেহরানের পরমাণু কর্মসূচী প্রশ্নে ওয়াশিংটনের চালানো আলাপ-আলোচনায় সতর্ক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। অস্ত্র চুক্তির অধীনে ইসরাইলকে ৩ হাজার হেলফায়ার মিসাইল, ২৫০টি মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল, ৪,১০০ গ্লাইড বোমা এবং ৫০টি বিএলইউ-১১৩ ‘সুপার পেনিট্রেটর’ বোমা সরবরাহ করা হবে। শেষোক্ত বোমা ভূগর্ভস্থ স্থাপনায় পৌঁছাতে সক্ষম। ইরানের সঙ্গে মার্কিন কূটনীতির তীব্র সমালোচক ইসরাইল পরমাণু অস্ত্র অর্জন করা থেকে ইরানকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে একতরফা সামরিক ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে এবং বাংকার ধ্বংসের এই বোমাকে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে ব্যবহার করা হতে পারে। তেহরানের পরমাণু কর্মসূচী সীমিত করতে ইরান ও বৃহত শক্তিগুলোর মধ্যে একটি সম্ভাব্য চুক্তি সম্পাদনের ক্ষতিপূরণ হিসেবে ওয়াশিংটন ইসরাইলকে সামরিক সাহায্য বৃদ্ধি করতে পারে। -এএফপি।
×