ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমরুলের সেঞ্চুরি, তবু হার বিসিবি একাদশের

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ অক্টোবর ২০১৪

ইমরুলের সেঞ্চুরি, তবু হার বিসিবি একাদশের

স্পোর্টস রিপোর্টার ॥ ইডেন গার্ডেন্সের দেড় শ’ বছর পূর্তি টুর্নামেন্টে খেলতে বেশ শক্তিশালী দল পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমন্ত্রণমূলক আচার্য মেমোরিয়াল ট্রফি টুর্নামেন্টের জন্য দেশের সবচেয়ে বড় আসর ‘ঢাকা প্রিমিয়ার লীগ’ পর্যন্ত পিছিয়েছে বোর্ড। কিন্তু ফলাফল শূন্য। প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হওয়ার পর মঙ্গলবার কর্নাটকের কাছেও বিসিবি একাদশ হেরেছে ৫ উইকেটে। ওপেনার ইমরুল কায়েসের শতকও কোন কাজে আসেনি। প্রথম ব্যাট করে বিসিবি ৯ উইকেটে ২৬০ রান তুলেছিল। জবাবে শিশির ভবানির শতকে ৫ উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে ২৬৪ রান তুলে জয় ছিনিয়ে নেয় কর্নাটক। ফলে ফাইনালে খেলার সব স্বপ্ন শেষ হয়ে গেছে বিসিবির। বৃহস্পতিবার শেষ ম্যাচে বেঙ্গলের বিরুদ্ধে খেলবে তারা। টস হেরে আগে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। ওপেনার ইমরুল কায়েসের সেঞ্চুরি আর নাসির হোসেনের অর্ধশতকের পরও মাঝারি মানের স্কোর দাঁড় করায় বিসিবি একাদশ। কারণ আর কোন ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬০ রান। ইমরুল ১০৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০০ এবং নাসির ৭২ বলে ৭ চারে ৫৬ রান করেন। সাব্বির রুম্মান ২৪ ও কামরুল রাব্বি করেন ২০ রান। তিনটি করে উইকেট নেন অক্ষয় ও অরবিন্দ। ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪৬.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কর্নাটক। শিশির ভবানি ১০৫ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১২ রান ও মায়াঙ্ক আগারওয়াল ৭২ বলে ১১ চারে ৭০ রান করেন। অবিনাশ অপরাজিত থাকেন ৪৪ রানে। বল হাতে ২ উইকেট শিকার করেন নাঈম ইসলাম।
×