
মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিবচর উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে উপজেলার শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের মূল ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব আকরাম হুসাইন এবং সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।
বক্তারা তাদের বক্তব্যে ২০২৪ সালের জুলাই ও আগস্টের পটভূমি তুলে ধরে বলেন, “চব্বিশের জুলাই ও আগস্টে যারা প্রাণ দিয়েছে, তারা দেশের প্রকৃত বীর। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের চাপে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। এত কিছুর পরও দেশ আজও স্বাধীন নয়।”
তারা আরও বলেন, “ইসলামী আন্দোলন সবসময় দেশের ও জনগণের পক্ষে কথা বলে। যতক্ষণ না স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। ইসলামী আন্দোলনের দাবি, দেশে ‘পিআর পদ্ধতি’তে ভোট হতে হবে এবং ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে হবে। দেশের প্রতিটি মানুষ এখন ইসলামী শাসন চায়, আর কোনো স্বৈরশাসক নয়।”
সমাবেশ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি গণমিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশ ও গণমিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের মনির, সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর আ. সালাম, ইসলামী পৌর শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলনের শিবচর উপজেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান ঢালী, মাওলানা মো. নাসির উদ্দিন, মুজাহিদ কমিটির উপজেলা সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
মিমিয়া