
ছবি:সংগৃহীত
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার ফলে রাঙামাটির ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝুলন্ত সেতু পানির নিচে তলিয়ে গেছে। সেতুর পাটাতন ৬ ইঞ্চি পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটন কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে সকল ধরনের পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন।
বুধবার সকাল থেকে ঝুলন্ত সেতুতে লেকের পানি উঠে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
এই বিষয়ে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ বুধবার থেকে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পর্যটকদের দুর্ঘটনা এড়ানোর জন্য সেতুর ওপর দিয়ে সকল ধরনের লোক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন সেতুতে লেকের পানি থাকবে, ততদিন সেতুর ওপর দিয়ে সর্বসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও তিনি জানান।
পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে অতিবৃষ্টির কারণে কাপ্তাই লেকের পানি বেড়ে ১০৫.৫৪ এমএসএল-এর উপরে পৌঁছেছে। পানির এই স্তর ১০৮.৫০ এমএসএল হলে হ্রদের পানি ১৬টি স্পিলওয়ে দিয়ে ছেড়ে দিতে হয়।
উল্লেখ্য, এই ঝুলন্ত সেতুটি ১৯৮৬ সালে তৈরি হয়েছিল। পানির স্তর ঠিকমতো যাচাই না করার কারণে প্রতি বছর লেকের পানি বৃদ্ধি পেলে এই আকর্ষণীয় সেতুটি বন্ধ করে রাখতে হয়। এতে করে বাংলাদেশ পর্যটন করপোরেশনকে একটি বিরাট অঙ্কের লোকসান গুনতে হয়।
মারিয়া