ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

দুমকী আবারও দেশসেরা:জন্ম ও মৃত্যু নিবন্ধনে নজির গড়লো পটুয়াখালীর এই উপজেলা

সিকদার জোবায়ের হোসেন, পটুয়াখালী

প্রকাশিত: ২২:৪৪, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ২২:৪৫, ৩০ জুলাই ২০২৫

দুমকী আবারও দেশসেরা:জন্ম ও মৃত্যু নিবন্ধনে নজির গড়লো পটুয়াখালীর এই উপজেলা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিকতা ধরে রেখে আবারও দেশের শীর্ষস্থান অর্জন করেছে পটুয়াখালীর দুমকী উপজেলা। নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাপিয়ে ব্যাপক সাফল্য এসেছে এই উপজেলায়। এ কার্যক্রমের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

জুন মাসের প্রতিবেদনে দেখা যায়, দুমকী উপজেলায় নিবন্ধনের লক্ষ্যমাত্রার চেয়ে ২৩৩ শতাংশ বেশি কাজ সম্পন্ন হয়েছে, যা দেশের ৪৯২টি উপজেলার মধ্যে সর্বোচ্চ। মূলত শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের নিবন্ধনকেই এ পর্যায়ে প্রধান বিবেচনায় ধরা হয়।

এর আগে, মে মাসেও এই উপজেলা গড় ২৯৮ শতাংশ অর্জন করে দেশের এক নম্বরে ছিল। তখন জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১২৮টি, সম্পন্ন হয় ৩৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি, কাজ হয়েছে ১০৪টি।

এই সাফল্যের বিষয়ে ইউএনও ইজাজুল হক বলেন,“আমরা শুরু থেকেই একটি সমন্বিত কৌশল অনুসরণ করেছি। মাঠপর্যায়ের কর্মীদের সম্পৃক্ততা, নিয়মিত পর্যবেক্ষণ এবং ইউনিয়ন পর্যায়ে একসাথে কাজ করাই আমাদের মূল শক্তি ছিল। এটি কোনও ব্যক্তিগত কৃতিত্ব নয়, এটি পুরো টিমের অর্জন।”

অন্যদিকে, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন,“দুমকীর সাফল্য নিঃসন্দেহে জেলার জন্য গর্বের বিষয়। যদিও সামগ্রিকভাবে পটুয়াখালী জেলা হিসেবে আমরা শীর্ষ তালিকার বাইরে, তবে এ ধরনের সাফল্য অন্য উপজেলা ও কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, জুন মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগ ১০০ শতাংশ অর্জন করে প্রথম হয়, বরিশাল দ্বিতীয় (৮২%) এবং চট্টগ্রাম তৃতীয় (৭৭%) অবস্থানে রয়েছে। জেলা ভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ, এরপর লক্ষ্মীপুর ও হবিগঞ্জ।

তবে দুমকী যে ধারাবাহিকতায় কাজ করছে, তাতে আগামী দিনেও তারা শীর্ষস্থান ধরে রাখতে পারবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আফরোজা

×