
গোবিন্দগঞ্জে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে পাচারের সময় আটক হয়েছে বডি ফিটিং পার্টির তিন সদস্য। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ের ডাচবাংলা ব্যাংকের সামনে থেকে নারী-পুরুষের তিন সদস্যের এই গাঁজা পাচারকারী দলের প্রতিজনের শরীরে আড়াই কেজি করে মোট সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।
থানা সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের থানা মোড় এলাকার ডাচবাংলা ব্যাংকের সামনে থেকে এক নারীসহ তিনজনকে সন্দেগনকভাবে আটক করা হয়। তাদের শরীর তল্লাশী করে বিশেষ কায়দায় রক্ষিত আড়াই কেজি করে মোট সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলো পাবনা জেলার ঈশ্বদী উপজেলার বহরপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), মৃত হোসেন আলীর ছেলে আল আমিন বিশ্বাস (৪২) ও আল আমিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)। তারা বডি ফিটিং নামের বিশেষ কায়দায় শরীরে আড়াই কেজি করে মোট সাড়ে সাত কেজি গাঁজা বহন করছিলো।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।
রাজু