ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া

স্বৈরাচারী সরকারের দমন-পীড়নে জামায়াতে ইসলামী মাথা নত করেনি

মোঃ মাইনুল ইসলাম, চাঁদপুর

প্রকাশিত: ০৯:১৯, ২৬ জুলাই ২০২৫

স্বৈরাচারী সরকারের দমন-পীড়নে জামায়াতে ইসলামী মাথা নত করেনি

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর ১নম্বর ওয়ার্ডে নবনির্মিত কার্যালয় উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বাদ আসর এই কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

তিনি বক্তব্যে বলেন, আজকের এই শুভ মুহূর্তে, ওয়ার্ড জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করতে পেরে আমি আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। এই কার্যালয় শুধু একটি ভবন নয়, এটি ইনসাফ, ন্যায় এবং ইসলামী আদর্শে গঠিত একটি সংগ্রামী প্লাটফর্ম। এখান থেকেই আগামী দিনের রাজনৈতিক জাগরণ, সাংগঠনিক পুনর্গঠন ও জনসম্পৃক্ত আন্দোলনের নেতৃত্ব গড়ে উঠবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ও শাখা পর্যায়ের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে, বিভ্রান্তিকর প্রচার চালিয়ে, এমনকি প্রহসনের বিচার করে আমাদের প্রিয় নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই বর্বরতা ইতিহাসে কালো অধ্যায় হিসেবে রয়ে যাবে।

এই নেতা বলেন,  আমি দৃঢ়ভাবে বলতে চাই, স্বৈরাচারী সরকারের সকল অপপ্রচার ও দমন-পীড়নের পরও জামায়াতে ইসলামী মাথা নত করেনি। আমরা বিশ্বাস করি, শহীদের রক্ত বৃথা যাবে না। সেই রক্তের শক্তি দিয়েই আজ দেশের সাধারণ জনগণ জেগে উঠেছে, ছাত্র-জনতা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে একত্র হয়েছে। এই গণবিপ্লব স্বৈরশাসকদের বিতাড়িত করেছে, তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এটা প্রমাণ করে-মানুষ আর অবিচার, অনিয়ম ও দুর্নীতির শাসন চায় না।

শাহজাহান মিয়া বলেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা চায় ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে থাকবে না রাজনৈতিক প্রতিহিংসা, থাকবে না গুম-খুন বা মানবাধিকার লঙ্ঘন। এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের প্রতীক “দাঁড়িপাল্লা” নিয়ে ভোট যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আল্লাহর সহায়তা ও জনগণের সমর্থনে ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মর্যাদাসম্পন্ন একটি রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে আহ্বান জানাই- আসুন জামায়াতে ইসলামীকে সমর্থন করুন, ইনসাফ ও ন্যায়নীতির পক্ষে অবস্থান নিন, আর বাংলাদেশকে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে একসাথে কাজ করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইকবাল হোসেন খান। ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ বিল্লাল হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও শহর  আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান।

স্বাগত বক্তব্য দেন চান্দ্রা ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি জি এম রফিকুল ইসলাম। ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মনির হোসাইন খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জিহাদী সহ ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতারা ও স্থানীয় সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাব্বির

×