ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্ত: শিশুটি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, পরিচয় মেলেনি

প্রকাশিত: ১৬:২১, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৬:২১, ২১ জুলাই ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্ত: শিশুটি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, পরিচয় মেলেনি

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজেআই সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের ওপর বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মাইলস্টোন কলেজের আশপাশে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে।

 

 

কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে এক অনিশ্চয়তা ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।

এ ঘটনায় এক অজ্ঞাতপরিচয় শিশু গুরুতর আহত হয়ে বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (ধানমন্ডি) ভর্তি রয়েছে। শিশুটির পরিচয় এখনও জানা যায়নি।

সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে—
যদি কেউ এই শিশুটিকে চিনে থাকেন, অনুগ্রহ করে তার বাবা-মাকে দ্রুত খবর দিন।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 

ছামিয়া

×