
কুমিল্লার লালমাইয়ে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা এই জরিমানা করেন।
উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শেরপুর গ্রামে মেয়ের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় কনের বাবা আবদুল আজিজকে ওই জরিমানা করেন।
অভিযুক্ত কন্যার পিতা নিজের ভুল স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা বলেন, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন।
আঁখি