
ছবি: জনকণ্ঠ
ভোলায় আলোচিত সদর উপজেলার রাজাপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণ মামলার মূল আসামী মো. কামাল হোসেন ওরফে কামাল মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশে। গ্রেপ্তারকৃত কামাল হোসেন রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের তোফাজ্জল মাঝির ছেলে।
সোমববার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভোলা সদর মডেল থানায় প্রেসবিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার।পুলিশ জানায়, গত ৯ জুলাই রাতে ভোলার রাজাপুরে সিঁধকেটে ঘরে ঢুকে কামাল হোসেন ওরফে কামাল মাঝি অন্যদের সহায়তায় ঘর মালিক নারীকে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে বিবস্ত্র অবস্থায় মোবাইলে ছবি তোলে। এঘটনায় ১০ জুলাই ভিক্টিম নিজে বাদী হয়ে সদর মডেল থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে কামাল মাঝির নাম উল্লেখ মামলা করেন ( মামলা নং ( মামলা নং ২১)। অজ্ঞাত আসামী করা হয় কয়েকজনকে। ওই মামলায় কামাল মাঝিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, এ ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
শহীদ