
ছবি: জনকণ্ঠ
'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।' প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষ্যে সোমবার(১৪ জুলাই) সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ । সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব। বিশেষ অতিথি বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামসুল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “জনসংখ্যা একটি দেশের জন্য সম্পদ, যদি আমরা তা সঠিকভাবে কাজে লাগাতে পারি। তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি। আমাদের যুব সমাজকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা একটি ন্যায়সংগত ও সম্ভাবনাময় বিশ্ব গড়তে পারব। পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়ন এ তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রত্যেক দম্পতির উচিত সচেতনভাবে পরিবার গঠন করা এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করা। সরকার এই লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যা সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজৈ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লুৎফর রহমান।
Mily