ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

তিতাসে তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ২১:১৬, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ২১:১৭, ১৪ জুলাই ২০২৫

তিতাসে তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছবিঃ সংগৃহীত

সারাদেশের মতো কুমিল্লার তিতাসেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে বাতাকান্দি বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।

এতে তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সালাউদ্দিন সরকার, আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী, কাজী কবির হোসেন সেন্টু প্রমুখ।

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করছেন, তারা সাবধান হয়ে যান। তিতাসের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না।

এসময় তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান

×