ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার ওসির সাথে জামায়াতের বৈঠক 

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী 

প্রকাশিত: ২১:০৮, ১৪ জুলাই ২০২৫

টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার ওসির সাথে জামায়াতের বৈঠক 

ছবি: জনকণ্ঠ

সাম্প্রতিক সময়ে টঙ্গীতে ঘন ঘন ছিনতাই,  মাদকের বেচাকেনা বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার একটি প্রতিনিধি দল টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।

সোমবার গাজীপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়েও নানা কথা তুলে ধরেন।

জামায়াত মনোনীত এমপি প্রার্থী হোসেন আলী টঙ্গীতে আইনশৃঙ্খলা শান্তিপূর্ন রাখতে যেকোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সাম্প্রতিক সময়ে নানা রাজনৈতিক দলের নানা কর্মকাণ্ড ও নৃশংস হত্যাকান্ডের বিষয়াদি নিয়েও কথা হয় ওই বৈঠকে, জানান মুহাম্মদ হোসেন আলী।

উল্লেখ করা যেতে পারে, গত এক মাসে টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ জন নিহত ও বহু আহতের ঘটনা ঘটে। এছাড়া চুরি ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে জনমনে আতংক ছড়িয়েছে।

শহীদ

×