ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ময়লার ভাগাড়ে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থী ও এলাকাবাসী

সোহাইবুল ইসলাম সোহাগ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুমিল্লা

প্রকাশিত: ০০:০০, ১২ জুলাই ২০২৫

ময়লার ভাগাড়ে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থী ও এলাকাবাসী

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ঘেষা কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার সড়কের পাশ এখন ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। ময়লা-অবর্জনা দিনের পর দিন স্তূপ আকারে থেকে পচে দুর্গন্ধ ছড়ানোর কারণে মশা আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসী।

জানা যায়, নাজিরা বাজার এলাকার ময়লা-অবর্জনা এ স্থানে ফেলায় তীব্র দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধে মহাসড়কে চলাচলকারী হাজারো যানবাহনের যাত্রী,বাজারের ব্যবসায়ী ও পথচারীরা সমস্যায় পড়ছেন। মহাসড়কের এসব স্থান দিয়ে চলার সময় নাকে রুমাল চেপে চলতে হয়। এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে মহাসড়কের পাশের ময়লার স্তূপ অবিলম্বে পরিষ্কার করে পরিবেশ সুরক্ষার দাবি জানান।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কের কুমিল্লা আদর্শ উপজেলার নাজিরা বাজার এলাকায় মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে স্তূপ তৈরি হয়েছে। এসব স্তূপে প্রতিনিয়ত মহাসড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অধিকাংশ হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য, পচা শাকসবজি, হাঁস-মুরগির বিষ্ঠাসহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। আবার কোথাও রাস্তার পিচের ওপর আবর্জনা ফেলা হচ্ছে। এসব ময়লার ভাগাড়ে পশু-পাখি ও কুকুর-বিড়াল খাবারের উচ্ছিষ্ট ভক্ষণ করার সময় এলোমেলো করে মহাসড়কে ছড়িয়ে ফেলছে। সড়কের ওপরের এসব ময়লা-আবর্জনা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে বাতাসে ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধুলা উড়ে আশপাশের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে। ময়লার স্তূপের পাশেই দারুন নাজাত আইডিয়াল মাদরাসা ও দারুল কুরআন নামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অসুস্থ হয়ে পড়ছে।

ময়নাল নামের এক পথচারী সাইকেল থেকে নেমে মুরগীর বিষ্ঠা ফেলে যাওয়ার সময় বলেন, আমরা সবসময় এখানে ময়লা ফেলি। কেউ নিষেধ করে না। আমরা কেন! সবাইত এখানে ময়লা ফেলে। ময়লা ফেলতে ফেলতে জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে।

নাজিরা বাজার এলাকার বাসিন্দারা বলেন, ময়লার দুর্গন্ধে বসবাস করা ও ব্যবসা বানিজ্য করা কঠিন হয়ে পড়েছে। ছেলে-মেয়েদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছে। কোনো কোনো সময় কে বা কারা আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে দেয়, এতে আগুনের তাপ ও ধোঁয়ায় অনেক ক্ষতি হচ্ছে। ময়লা ফেলতে নিষেধ করলেও কেউ শুনে না। এজন্য প্রশাসনকেই কঠোর পদক্ষেপ নিতে হবে।

দারুন নাজাত আইডিয়াল মাদরাসার ভাইস প্রিন্সিপাল নুরুল ইসলাম টিটু বলেন, ময়লাী দুর্গন্ধে আমাদের শিক্ষার্থীরাসহ এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। পথচারীরা ময়লার দুর্গন্ধে নাকে রুমাল চেপে চলতে হয়।এ ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।

আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, মাত্র শুনেছি। না দেখেত কিছু করা যাচ্ছেনা। ময়লার স্তুপ গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

রাজু

×