ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২২:১০, ১১ জুলাই ২০২৫

পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 

সোনারগাঁ পৌরসভা বিএনপি'র প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল রহমান স্বপন, সনমান্দী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন,  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী এনামুল হজ রবিন প্রমূখ।

সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বলেন, বিএনপি একটি বড় দল, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। গত ৫ আগস্ট বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পরিকল্পনায় আন্দোলন সংগ্রামের মধ্যেমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এখন সেই দলের উপর মানুষের ভরসা। আর এই দলে কোন মাদক কারবারি, মাদক সেবনকারী, চাঁদাবাজ, ধর্ষকসহ কোন অপরাধী সদস্য হতে পারবে না। যারা এই দলের সদস্য হবে তারা পরিচয় দিতে পারবে সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের সদস্য। তাই যাচাই-বাছাই করে নতুন সদস্য করার অনুরোধ করে তিনি।

আঁখি

×