ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রৌমারীতে বিএনপি-আ.লীগ নেতার বিরুদ্ধে যৌথভাবে চাঁদাবাজির অভিযোগ

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৯:৩৬, ১০ জুলাই ২০২৫

রৌমারীতে বিএনপি-আ.লীগ নেতার বিরুদ্ধে যৌথভাবে চাঁদাবাজির অভিযোগ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক সিটি ব্যাংকের এজেন্টের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে বিএনপি ও আওয়ামী লীগের তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ব্যাংক এজেন্ট মোতালেব হোসেন বুধবার (৯ জুলাই) বিকেলে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রৌমারীর বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজারে মোতালেব হোসেনের সিটি ব্যাংক এজেন্ট শাখায় গিয়ে তাকে চাঁদা দাবি করেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন।

মোতালেব হোসেন জানান, তিনি গত তিন মাস ধরে সুনামের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন। ওই রাতে অভিযুক্তরা তার প্রতিষ্ঠান ঘিরে ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।

তিনি আরও বলেন, “আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।”

অভিযুক্ত মনিবুর রহমান মামুন অভিযোগ অস্বীকার করে জানান, “হাট ও ঘাটটি আমার নামে ইজারা নেয়া। মোতালেব ও তার ভাই বালু উত্তোলনের ব্যবসা করে। ঘাটের টোল আদায়ের টাকার হিসাব চাইতে গেলে তিনি আমাদের উল্টো গালিগালাজ করেন।”

অপর অভিযুক্ত আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এসআই মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নুসরাত

×