ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

পিরোজপুরে নিয়ন্ত্রণহীন গরুতে নষ্ট শহরের পরিবেশ, ৫ মালিককে জরিমানা 

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর

প্রকাশিত: ১৭:৩২, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪১, ৫ জুলাই ২০২৫

পিরোজপুরে নিয়ন্ত্রণহীন গরুতে নষ্ট শহরের পরিবেশ, ৫ মালিককে জরিমানা 

ছবি: জনকণ্ঠ

পিরোজপুরে নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দেওয়া গরু দিয়ে শহরের রাস্তাঘাট, ডাস্টবিন ও আবাসিক এলাকা নষ্ট করার দায়ে গরুর ৫ জন মালিককে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে শহরের পৌরসভা ও জেলা পরিষদের সামনেসহ কয়েকটি স্থানে এ জরিমানা করেন পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমীন। জরিমানা পরিশোধ না করলে অনাদায়ে ২০ দিনের জেলের বিধান রয়েছে। 

গরুর মালিকরা হলেন, বেল্লাল হাওলাদার, নাছিমা বেগম, ফাতেমা বেগম, কোমেলা ও জহিরুল। অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, পজেটিভ পিরোজপুর সংগঠনের টিম লিডার মোঃ হাবিবুর রহমান এবং স্থানীয় গণমাধ্যম কর্মী। 

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমীন বলেন, এটি আইনের ধারায় প্রাথমিক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি একই অপরাধ করেন, তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই সমস্যাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের সরাসরি নজরে আসে। এরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে। 
 

ছামিয়া

×