ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ঈদের ছুটি শেষে যমুনা সেতুর ওপর ১৫ গাড়ি বিকল, যানজটে ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

প্রকাশিত: ২০:২৫, ১৪ জুন ২০২৫

ঈদের ছুটি শেষে যমুনা সেতুর ওপর ১৫ গাড়ি বিকল, যানজটে ভোগান্তি

ছবিঃ জনকণ্ঠ

ঈদের ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (১৩ জুন) রাত থেকে শনিবার (১৪ জুন) বিকেল পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়েছে। এতে সেতুর দুই প্রান্তেই যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে যানজটের কারণে শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়েই ঢাকাগামী যানবাহন চলাচল করছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৩ জুন) রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলতি গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। আবার রাতে একে একে বেশকয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এ সময় উভয় পাশেই টোল আদায় বন্ধ রাখা হয়।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, এখনো সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে আছে। সবমিলিয়ে রাত থেকে শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫টির বেশি গাড়ি বিকল হয়েছে। বিশেষ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হচ্ছে। এছাড়া ভালো গাড়িও বিকল হচ্ছে।

তিনি আরও বলেন, রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে এক ঘণ্টা পর পর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, খুব দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

আলীম

×