
দেশব্যাপী তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ উদযাপন উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ভূমি উন্নয়ন মেলার প্রথম দিন রবিবার সকাল সাড়ে নয়টায় র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে ভূমি অফিসে এসে শেষ হয়।র্যালী শেষে ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সকাল দশ’টায় শুরু হয় আলোচনা সভা। এরপর ভুমি অফিসে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদানের জন্য ভূমিসেবা কেন্দ্র উম্মুক্ত করা হয় ।
এসময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট,স্টিকার,বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী,পরিদর্শনকারী,পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণমুলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মেলায় ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা- মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভুমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে।
মেলার স্টলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হবে। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হবে।
এছাড়া সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সেবা চলমান থাকবে।
নোভা