ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জামালপুরে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাওসার সৌরভ, জামালপুর

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ মে ২০২৫

জামালপুরে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার।

শনিবার সকালে শহরের হাটচন্দ্রা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আ: মজিদ, মজনু, রন্জু ও মজনুর স্ত্রী মোছা: মরিয়ম গংদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণ ও থানা-আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী একই এলাকার রুস্তম আলী ও তার ছেলে মো: শামীম ও শাহীন।সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে শামীম ও শাহীন বলেন, জামালপুর সদরের অন্তর্গত চন্দ্রা মৌজার বিআরএস ৪১৯নং খতিয়ান ২০০৫ নং দাগের ১৩ শতাংশ ভূমি আমার পিতা মৃত ছোহরাব আলী নামে, উক্ত ভূমিতে বিআরএস রেকর্ডীয় বসত বাড়ী। আমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে থাকা বসত বাড়ীতে ঘরোয়া বন্টনে প্রাপ্ত হইয়া বসবাস করছি। আঃ মজিদ, মজনু, রঞ্জু, মজনুর স্ত্রী মোছা: মরিয়ম আমার দখলীয় বসত বাড়ীর ভূমি হইতে ০৪ শতাংশ ভূমি জোরামূলে বেদখল করার জন্য পায়তারা করে আসছে এবং লোক মুখে ০৪ শতাংশ ভূমির একটি জাল দলিল তৈরি করেছে বলে প্রকাশ করে। তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ওই জমিতে গেলে আমাকে সহ আমার পারিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা করবে এবং সুযোগ পেলে খুন করে ফেলবে।

এই বিষয় নিয়ে স্থানীয় লোকজন আপোষ-মিমাংসা করার চেষ্টা করলে আঃ মজিদ, মজনু, রঞ্জু, মজনুর স্ত্রী মোছা: মরিয়মকে ভূমিতে যেতে নিষেধ করলে তারা শালিসকারী গণমান্য ব্যাক্তিদের কথা অমান্য করে জোরপূর্বক আমার দখলীয় বসত বাড়ীর ০৪ শতাংশ জমিতে আমাকে প্রবেশে বাধা দেয়। আমরা স্থানীয় প্রশাসন ও অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সুবিচার ও দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মজিদ গংদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

রাজু

×