
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী জেলা ফোরামের উদ্যোগে ঢাকায় আয়োজিত 'প্রীতি সমাবেশে' পটুয়াখালীবাসীকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী ২৩ মে (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর কাউন্সিল হল তৃতীয় তলায় পটুয়াখালীবাসীদের নিয়ে এ 'প্রীতি সমাবেশ' অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের। উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন পটুয়াখালী জেলা ফোরামের সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল। অধ্যাপক মুহম্মদ শাহ আলম, অ্যাড. নাজমুল আহসান, মো. রাকিবুল ইসলাম ও অধ্যাপক মাওলানা আবদুল কাইয়ুম রয়েছেন বিশেষ অতিথির তালিকায়।
আজ ২১ মে (বুধবার) ড. শফিকুল ইসলাম মাসুদ তার অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেন- আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ- আমাদের প্রিয় পটুয়াখালী জেলার সব ভাইদের সাথে দেখা হবে আশা করি ইনশাআল্লাহ।
তিনি আরো লিখেন- আপনারা যথারীতি উপস্থিত হবেন বিশেষভাবে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি- আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি অসম্ভব ব্যস্ততার মধ্যেও আমাদেরকে তিনি সময় উপহার দিয়েছেন আমরা ওনাকে আমাদের উপস্থিতি উপহার দেব ইনশাআল্লাহ।
বিনয়ের সাথে এই জাতীয় নেতা লিখেন- প্লিজ সবান্ধবে আসবেন কিন্তু!
ইমরান