ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্মাণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২৩:১৫, ২১ মে ২০২৫; আপডেট: ২৩:১৬, ২১ মে ২০২৫

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্মাণ সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামি বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এবং এফ আর হিউম্যান কেয়ারের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসন প্রকল্পের আওতায় ৮টি পরিবারের মাঝে নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ মে) বিকালে বুড়িচং উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই নির্মাণ সামগ্রীগুলো বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলার আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে নির্মাণ সামগ্রী বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন এর পরিচালনায় নির্মাণ সামগ্রী বিতরণীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর  সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধূরী, বায়তুল মাল সেক্রেটারি মাষ্টার আবুল কাসেম,রামুপুরা থানা জামায়াত নেতা ও এফ আর হিউম্যান কেয়ারের মালিক মোঃ নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মোঃ ফয়েজ আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের আমীর মোঃ তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি জাকারিয়া, যুব বিভাগের উপজেলা সভাপতি সুজন চৌধূরী, শ্রমিক নেতা সোলাইমান পাটোয়ারি,মোঃ জহিরুল ইসলাম, রাজীবুল ইসলাম, রমজান আলী প্রমুখ।

 

রাজু

×