ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরাজগঞ্জে মায়ের হাতে তিন মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

পুকুর থেকে উদ্ধার লাশ

ওয়াসিম সেখ,কন্ট্রিবিউটর, সিরাজগঞ্জ

প্রকাশিত: ০০:৪০, ১৯ মে ২০২৫

সিরাজগঞ্জে মায়ের হাতে তিন মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌরসভার অন্তগত সুবর্ণসাড়া উত্তর পাড়া ০১ নং ওয়ার্ড হাজী আলী আহমেদ এর পুকুরে ঘটনাটি ঘটেছে। শনিবার রাত্রী অনুমান ১২টার সময় বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া উত্তরপাড়া মাঠপাড়া গ্রামের মোঃ ইছাহক আলীর স্ত্রী মোছঃ মনিজা খাতুন (২১) তার ০৩ ( তিন) মাসের ছেলে সন্তান মোহাম্মদ আলী, মা -আমেনা বেগমকে নিয়ে বাবার বাড়ি রাত্রে ঘুমিয়ে পড়ে। আমেনা বেগম ঘুম থেকে জাগা পেয়ে দেখে তার মেয়ে মনিজা খাতুন নাতি মোহাম্মদ আলী ঘরে নাই। তখন আমেনা বেগম বাড়ির লোকজনক ও মিয়ার জামাই ইসাহক আলীকে বিষয়টি জানায়। পরে বাড়ির লোকজন ও ইসাহাক আলী মনিজাকে খোঁজাখুঁজি করে, ও এলাকার মধ্যে মাইকিং করে ও খুঁজে পায় না । 

পরবর্তী সময় আজ বেলা ১২.৩০ ঘটিকায় মনিজাকে সুবর্ণ সাড়া মেসার্স আমেনা তেল পাম্পের পশ্চিম পাশে শোয়া অবস্থায় খুঁজে পায়। কিন্তু ছেলেকে পায় না। পরে মনিজার স্বামী মোঃ ইসাহক আলি মনিজা কে তার শ্বশুরবাড়ি সুবর্ণসাড়া উত্তরপাড়া মাঠপাড়া বাড়িতে নিয়ে জিজ্ঞাসা করলে, একপর্যায়ে বলে ছেলে মোহাম্মদ আলীকে, হাজী আলী আহমেদ (৭৫) এর পুকুরে ফেলে দিয়েছি। তখন বাড়ির লোকজন বেলা অনুমান ২.৩০ ঘটিকার সময় উক্ত পুকুর হইতে ছেলে মোহাম্মদ আলীর মৃতদেহ উদ্ধার করে। 
 
পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে বেলকুচি সার্কেল স্যার, ওসি স্যার,তদন্ত সার, এসআই হাসান উপস্থিত হয়। গোপনে এলাকার লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় দেড় বছর পূর্বে তামাই কলিয়া গ্রামের, জান বক্সের ছেলে ইসহাক আলীর সাথে মনিজার বিবাহ হয়েছিল। সন্তান ডেলিবারির জন্য বাবার বাড়ি সুবর্ণা সাড়া এসেছিল। সন্তান ডেলিবারির পর অধ্যবধি পর্যন্ত বাবার বাড়ি ছিল। লোকজনকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তার মাথায় বড় ধরনের সমস্যা আছে।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি মোঃ জাকেরিয়া হোসেন জানান নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা মোঃ ইছাহক আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়াধীন আছে। তবে শিশুটির মায়ের মাথায় বড় ধরনের সমস্যা আছে।

নোভা

×