
ছবি: দৈনিক জনকন্ঠ
নওগাঁ সাপাহারের ৪টি ইউনিয়নের ভূমি অফিসের আওতাধীন নামীয় ধানি জমি, আম-বাগান, বাড়িঘর, পুকুর, দোকানপাট, ইট-ভাটাসহ ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য মাইকিং এর মাধ্যমে জনগণকে আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন গুলো হলো গোয়ালা, শিরন্টি, পাতাড়ি ও আই হাই। ঘোষণায় বলা হয়, “ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০(৯২) ধারা অনুযায়ী আপনার জমি খাস করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, যারা ভেস্টেট সম্পত্তি বা ভিপি সম্পত্তি দখলে রেখেছেন তাদেরকে দ্রুত লিজ নবায়ন করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, দখল উচ্ছেদ করে নতুন ব্যক্তিকে লিজ দেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আবিদা সিফাত বলেন, “সংশ্লিষ্ট সবাইকে অবগত করার জন্য চারটি ইউনিয়নেই মাইকিং চলমান রয়েছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে সবাই নিজ নিজ উন্নয়ন কর পরিশোধ করে দেশের উন্নয়নে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদী।
মিরাজ খান