ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শহিদুল ইসলাম,রাজবাড়ী

প্রকাশিত: ২২:২৮, ৯ মে ২০২৫; আপডেট: ২২:৩৪, ৯ মে ২০২৫

রাজবাড়ীতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেলের মু‌খমু‌খি সংঘর্ষে  এক মোটরসাই‌কেল আ‌রোহী নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার বিকা‌লে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলার নলিয়া জামালপুর মেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত ওই যুব‌কের নাম প্রনয় সরকার (২৭)। সে জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে।

স্থানীয়‌দের বরা‌তে বালিয়াকান্দি থানার ও‌সি মোঃ জামাল উদ্দিন জানায়,বাড়ীতে চাচার বিয়ের বৌভাত অনুষ্ঠান চলছিল।  মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজারে সদাই আনতে যাচ্ছিল প্রনয়। নলিয়া মেলার মাঠের নিকট আসলে ইটভাটার মাটিটানা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ও‌সি মোঃ জামাল উদ্দিন ব‌লেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।   
 

আলীম

×