ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বোমা ছুঁড়ে মারতেই বিকট বিস্ফোরণ, আহত শ্রমিক

কবির হোসেন, কেশবপুর, যশোর

প্রকাশিত: ১৩:৪২, ৭ মে ২০২৫

বোমা ছুঁড়ে মারতেই বিকট বিস্ফোরণ, আহত শ্রমিক

ছবি: দৈনিক জনকন্ঠ

কেশবপুরের মধ্যকুল গ্রামে চিহ্নিত সন্ত্রাসী জামাল বাহিনীর প্রধান জামালের বাড়িতে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। 

বুধবার (৭ মে) সকালে যশোর জেলার কেশবপুরে এ ঘটনা ঘটে। বিকট শব্দে ও বিস্ফোরিত বোমায় একজন মহিলা শ্রমিক আহত হয়েছেন। এলাকায় এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত জাহানারা বেগমকে (৪০) কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সরেজমিন জানা যায়, মধ্যকূল গ্রামের গণি শেখের ছেলে জামালের বাড়িতে কয়েকজন এলাকার মহিলা শ্রমিক ধান ঝড়া ও গোলায় তোলার কাজ করছিলেন। গোলার আশপাশ পরিষ্কার করার সময় এলাকার শামছুর রহমানের স্ত্রী জাহানারা খাতুন একটি প্যাকেটে বোমাটি দেখতে পেয়ে সেটি ছুড়ে ফেলেন। সাথে সাথে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয় বলে হাসপাতালে ভর্তি জাহানারা খাতুন জানান। জামালের স্ত্রী ও মা জানান, জামাল বাড়িতে থাকে না। আমাদের ফাঁসানোর জন্য কেউ ওখানে বোমা রেখে গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া এসআই শরীফুল ইসলাম জানান, এখানে একটি জর্দার কৌটা দিয়ে তৈরি ককটেলের বিস্ফোরণ ঘটেছে এবং তাতে একজন মহিলা কানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন। বিস্ফোরিত ককটেলের কিছু কিছু জিনিস আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

জামাল বাহিনী কেশবপুরের ত্রাস হিসেবে পরিচিত ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় মেয়র রফিকুল ইসলামের ছত্রছায়ায় জামাল গড়ে তুলেছিল ত্রাসের রাম রাজত্ব। তার ভয়ে কেশবপুরের মানুষ সার্বক্ষণিক তটস্থ থাকত। ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ঘের দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে জামাল বাহিনী ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। সরকার পতনের পর সে গা ঢাকা দিয়ে রয়েছে।

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিরাজ খান

×