
ছবি: দৈনিক জনকন্ঠ
কালিয়াকৈরে একটি ঘরে ডাকাতি করে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট।
মঙ্গলবার (৬ মে) দিবাগত গভীর রাতে গাজীপুর জেলার কালিয়াকৈরে এ ঘটনা ঘটে। এতে লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল। এলাকাবাসী, ডাকাত কবলিত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাবর এলাকার আবুল কালাম আজাদের বসত বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
গভীর রাতে মুখোশ পরিহিত ৫/৬ জনের একদল ডাকাত তার বসতবাড়িতে হানা দেয়। প্রথমে ঐ বসতবাড়ির সামনের কেচি গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাত সদস্যরা কালাম ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আড়াই ভরি স্বর্ণ, ২৫ হাজার টাকা, দুটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তার আগেই ডাকাত দল পালিয়ে যায়। তবে ডাকাত সদস্যদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
মিরাজ খান