ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির ১০ নির্দেশনা

প্রকাশিত: ১৯:০৮, ৫ মে ২০২৫

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির ১০ নির্দেশনা

ছবি: সংগৃহীত

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় যাবেন তিনি।

খালেদা জিয়ার আগমনের সময় তাকে অভ্যর্থনা জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ সোমবার এক গণবিজ্ঞপ্তিতে ১০ দফা নির্দেশনা দিয়েছে।

ডিএমপির নির্দেশনাগুলো হলো:

১. মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে এয়ারপোর্ট সড়কে সাধারণ জনগণকে রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের রাস্তা ফাঁকা রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সহযোগিতা করতে বলা হয়েছে।

২. সড়কে চাপ এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে বিকল্প রুট ব্যবহারের:

আব্দুল্লাপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

হাউজ বিল্ডিং-খালপাড়-মেট্রোরেল রুট হয়ে মিরপুর বা পঞ্চবটী।  

গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প।

মহাখালী থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড ব্যবহার করতে পারবে।

এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের বনানী/কাকলী র‍্যাম্প এড়িয়ে মহাখালী/এফডিসি র‍্যাম্প ব্যবহার করতে অনুরোধ।

৩. সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালকা যানবাহনের জন্য সেনানিবাসের রাস্তা (জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট, সৈনিক ক্লাব, স্টাফ রোড) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত টোল ও ৪০ কিমি গতিসীমা মেনে সেফ লেন ব্যবহার করে চলাচল করতে পারবে।

৫. যাত্রীদের বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর রেলরুট ব্যবহার করতে বলা হয়েছে। এ ছাড়া টঙ্গী-কমলাপুর রুটে একটি অতিরিক্ত শাটল ট্রেন চলবে এবং আন্তঃনগর ট্রেনগুলো টঙ্গী, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে দুই মিনিট থামবে।

হজযাত্রী ও বিদেশগামী যাত্রী এবং এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৭. মিরপুর ও উত্তরার বাসিন্দাদের মেট্রোরেল ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

৮. অভ্যর্থনাকারীদের ব্যাগ, লাঠি বা অনুরূপ কিছু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

৯. কেউই ব্যক্তিগত যানবাহন নিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরে যুক্ত হতে পারবেন না।

১০. গুলশান-বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রুটে কোনো মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। তবে সাধারণ যানবাহনের সঙ্গে স্বাভাবিকভাবে চলতে পারবে যদি জনসমাগম না থাকে।

সবশেষে, ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।

আসিফ

×