
কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মন্ডল (২৩) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটককৃত বিক্রম মন্ডল নওগাঁ জেলার বাসিন্দা এবং বিশ্বনাথ মন্ডলের ছেলে।
রোববার (৪ মে) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলার রহমান।
তিনি জানান, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত লিখিত পরীক্ষায় মোঃ রাশেদুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বিক্রম মন্ডল পরীক্ষা দিতে আসেন। মেইন গেটে প্রবেশের সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে প্রমাণিত হয়, তিনি প্রকৃত পরীক্ষার্থী নন।
পরবর্তীতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে দোষ স্বীকারের ভিত্তিতে বিক্রম মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জেলা পুলিশের মিডিয়া অফিসার বজলার রহমান বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অসাধুতা বা আর্থিক লেনদেন বরদাশত করা হবে না। ইতোমধ্যে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষায় যেন কেউ প্রতারণার আশ্রয় না নেয়, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
এসএফ