ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ: চালক আটক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

প্রকাশিত: ১৪:৪০, ৩ মে ২০২৫

ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ: চালক আটক

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ন'টার দিকে কলমাকান্দা-নেত্রকোণা সড়কের হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ (৭)। সে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে।

জানা গেছে, আবদুল্লাহ এক সপ্তাহ আগে তার মায়ের সঙ্গে পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামে তার নানা দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে সে সড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ওই ট্রাকের চালককে আটক করে পুলিশে দেয়। 

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমূল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাক চালককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সঞ্জয়/রবিউল

×