ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ২৩:৩৮, ২৬ এপ্রিল ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষ উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিমনগর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বর ও একই এলাকার ফারুক ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আজ শনিবার (২৬ এপ্রিল)  সকালে বিরোধপূর্ণ জমির মাপঝোক করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্যোগ নেওয়া হয়। মাপের সময় সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে আনোয়ার শেখ (৫৫), সাকিবুল শেখ (১৬), আদনান সিদ্দিক (২০), রাতুল মোল্লা (২০), উজ্জ্বল শেখ (৪০), জাকির ফকির (৪৮), মোঃ অংকন (১৮), আরিফ শেখ (১৮)  কুরশি বেগম (৩৫) সহ ২০ জন আহত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ফরহাদ মাতুব্বর (২৭), জাহাঙ্গীর মাতুব্বর (৬০) ও মাফিয়া বেগম (৪৮) কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুই পক্ষের মধ্যে ফের হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা   মোঃ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার