
নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার স্টেডিয়ামের বিপরীত পাশে লামাপাড়া এলাকায় সড়কের পাশে ট্রাক স্ট্যান্ড না করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন শিল্প কারখানার মালিক, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী লিংক রোড অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এতে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। রবিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয়রা জানান, দুপুর বারোটার দিকে ফতুল্লা স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন শতাধিক ব্যক্তি। তারা প্রায় ঘণ্টাব্যাপী সড়কটিতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। জেলা প্রশাসকের কাছে ট্রাক স্ট্যান্ড স্থাপন কাজ বন্ধের নির্দেশ দিতে আহ্বান জানান। পরে একটার দিকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। সম্প্রতি সড়কটির পাশে সড়ক ও জনপথের কিছু জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলেও জানান স্থানীয়রা। মানববন্ধন থেকে এ উচ্ছেদের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন বক্তারা।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন দাবি, সড়কের পাশে সরকারি এ জমিটিতে ট্রাক স্ট্যান্ড স্থাপন করা হলে যানজট ও বিশৃঙ্খলা হবে, যা এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করবে। তাছাড়া উল্টো পাশেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকায় দেশি-বিদেশি দর্শকদের সামনে ট্রাক স্ট্যান্ডটি সৌন্দর্য নষ্ট করবে। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের। মাদক, চাঁদাবাজির আখড়ায় পরিণত হবে।
আশেপাশে বিভিন্ন শিল্পকলকারখানায় আসা-যাওয়ার পথে নারী শ্রমিকরা নানা ধরনের হয়রানির শিকার হবে। কারণ দেশের যেসব জায়গায় এসব স্ট্যান্ড গড়ে উঠেছে সেখানে আধিপত্য বিস্তারসহ নানা মাদক, চাঁদাবাজিসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। তাই আমরা এখানে ট্রাক স্ট্যান্ড না করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সওজ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, যে স্থানে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান নেই, সে স্থানে সড়কের পাশে মাটি ভরাট করে ট্রাকসহ যানবাহন দাঁড়ানোর স্থান করা হচ্ছে। যাতে ট্রাকসহ যানবাহনগুলো মেইন সড়কে দাঁড়াতে না পারে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এ জেলার একটি হার্ট-লাইন।
এ সড়কটি ৬ লেনে উন্নীত করা হয়েছে। ওই প্রকল্পের অংশ হিসেবে সড়কের পাশে ট্রাক ও ছোট যানবাহনের স্ট্যান্ড স্থাপনের কাজ চলছে। স্টেডিয়ামের ঠিক সামনেই হয়তো ট্রাক স্ট্যান্ড হবে না। কিন্তু খেলা দেখতে আসা লোকজনের জন্যও তো যানবাহন স্ট্যান্ডের ব্যবস্থা থাকতে হবে। সওজ সবকিছু পরিকল্পনামাফিক করছে বলে জানিয়েছে। এতে জনভোগান্তিমূলক কোনো কিছু হবে না।
আফরোজা