ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রবীর সুমন, খাগড়াছড়ি।।

প্রকাশিত: ১৭:৫৩, ২০ এপ্রিল ২০২৫

খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত।

খাগড়াছড়িতে অপহৃত চবি’র ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

রোববার (২০ এপ্রিল ) সকাল দশটায় টায় ‘খাগড়াছড়ি আদিবাসী ছাত্রসমাজ’ ব্যানারে জেলা সদরের মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি কোর্ট বিল্ডিংয়ের সামনে সমাবেশ করে বিক্ষোভকারীরা। 

এসময় মিছিল থেকে  অপহৃতদের দ্রুত মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অপহরনের জন্য ইউপিডিএফকে দায়ী করে অবিলম্বে অপহৃত ৫ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় দ্রুত মুক্তির দাবি জানান। এছাড়া অপহৃতদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণের  আহ্বান জানানোর পাশাপাশি অপহরকারীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। 

উক্ত বিক্ষোভ মিছিল থেকে রাঙামাটির কাউখালিতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক মো.ফাহিমকে গ্রেফতার করে বিচারে আওতায় আনারও দাবি জানানো হয়।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সামনে আয়োজিত সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও  ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 

বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রহেল চাকমা বলেন, আমরা শংকিত হই একারণে যে ইউপিডিএফ জন্মলগ্ন থেকে পার্বত্য চট্টগ্রামের রাজনীতির যে নোংরা কুটনীতি শুরু করেছিল তা আবারো শুরু করেছে। প্রতিশোধ পরায়ন হয়ে ইউপিডিএফ শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে। বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ইউপিডিএফকে শিক্ষার্থীদের মুক্তির জন্য অনুরোধ করেছিল তখন ইউপিডিএফ শিক্ষার্থীদের অপহরণে বিষয়টি অস্বীকার করেছে। তারা নাকি প্রতিশোধ পরিশোধ পরায়ন হিংসাত্মক রাজনীতি করে না! আমরা অবিলম্বে ৫ শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় মুক্তি দাবি করছি।’

সমাবেশে মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক উক্যনু মারমা শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে আরও বলেন, ১৭ এপ্রিল রাঙামাটির কাউখালিতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানানো পাশাপাশি অবিলম্বে ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.ফাহিমকে গ্রেফতারের দাবি জানায়।

বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী তুষণ চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী সুমতি বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মায়া চৌধুরী, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর থানা শাখার সভাপতি আকাশ ত্রিপুুরা, পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট। 

উল্লেখ্য যে, বুধবার (১৬ এপ্রিল) বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীসহ টমটম চালককে জোরপূর্বক তুলে নেয়া হয়। এঘটনার শুরু থেকে ইউপিডিএফকে দায়ী করে আসছে জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা । তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। এদিকে অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রেখেছে ।

সায়মা ইসলাম

×