ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় ভিড় বাড়ছে ঈদ বাজারে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ০১:৪৫, ১৯ মার্চ ২০২৫

গাইবান্ধায় ভিড় বাড়ছে ঈদ বাজারে

 স্টেশনের সু-প্যালেসে ঈদের কেনাকাটা

ঈদ সামনে রেখে জমে উঠেছে গাইবান্ধার মার্কেটগুলো। অনেকে ইতোমধ্যে সেরে ফেলেছেন কেনাকাটা। তবে বিপণি বিতানগুলোতে সবে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এবারে ভারতীয় কাপড়ের চাহিদা থাকলেও ক্রেতারা দেশী কাপড়ের দিকে ঝুঁকছেন বলে ক্রেতা-বিক্রেতাদের সূত্রে জানা গেছে। পুরুষ ক্রেতাদের চেয়ে মহিলাদের সংখ্যাই বেশি।

সরেজমিন দেখা যায়, গাইবান্ধার শহরের সু-ফ্যাশান ও সুপার মার্কেটের কাপড়ের দোকানগুলোতে সন্ধ্যার পরে ক্রেতাদের ভিড় শুরু হয়। ক্রেতারা বলেছেন, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করেছে বাজার। তবে ব্যবসায়ীরা জানায়, কেনাকাটা শুরু হয়েছে ১৫ রোজার পর থেকে। সমানতালে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান গাউন ও কাজ করা লং ফ্রক।

এ ছাড়া শিশুদের হরেক রকম পোশাকও বিক্রি হচ্ছে বেশি। তবে শিশুদের পোশাকের দাম অপেক্ষাকৃত বেশি। এ ছাড়াও জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্টের পাশাপাশি কালার শার্ট ফুলশার্ট, চেক শার্ট, এক কালার শার্ট রয়েছে পছন্দের তালিকায়। টপ, স্কার্ট, ফ্রকও রয়েছে ছোটদের পছন্দের তালিকা।

স্টেশন রোডের সু-প্যালেসের স্বত্ব¡াধিকারী সোহাগ মৃধা বলেন, ক্রেতার চাহিদা অনুসারে আমরা উন্নত মানের জুতা ও স্যান্ডেল বিক্রি করছি। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ক্রমেই ক্রেতাদের ভিড় বাড়ছে। এবারের ঈদে বেচাকেনা ভালোই হবে বলে আশা করা যাচ্ছে। 

মাগুরা
নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, ঈদ বাজারে বাড়ছে ভিড়। মার্কেটে ঈদের বেচাকেনা চলছে। সকাল থেকেই ক্রেতাদের আগমন দেখা যাচ্ছে। শহরে যানজট লেগেই থাকছে। ভিড় হচ্ছে। শহরে ইজিবাইক, মোটরসাইকেল ও রিক্সাতে চলাচলে যানজট লেগেই থাকছে। শহরের মার্কেট, বাজার এবং বিভিন্ন দোকানে  বেচাকেনা ভালো হচ্ছে।

শহরের বেবী প্লাজা, নূর জাহান প্লাজা, জেলা পরিষদ সুপার মার্কেট, বকসি মার্কেট, সুপার মার্কেট, জুতা পট্টি,  হাজিপুর মার্কেট ও দোকান গুলিতে ভিড় যাচ্ছে। গার্মেন্টস ও শাড়ি কাপড়ের দোকানগুলোতে ভিড় হচ্ছে। নানা ডিজাইয়ের জুতা খুঁজছেন তরুণীরা। ঈদ উপলক্ষে জুতার দোকানগুলো নতুন নতুন কালেকশন  এনেছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। বাটা নতুন শোরুম খুলেছে। ফুটপাতে বসেছে অসংখ্য  দোকান। এখানেও ভালো বিক্রি হচ্ছে। গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার