ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ভাঙ্গা যুবলীগ নেতা বিজেপির হাতে গ্রেপ্তার

আবিদুর রহমান নিপু, ফরিদপুর।

প্রকাশিত: ১৪:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ভাঙ্গা যুবলীগ নেতা বিজেপির হাতে গ্রেপ্তার

অবশেষে দেশ ছেড়ে পালাতে গিয়ে চুয়াডাঙ্গা এলাকায় বিজেপির হাতে গ্রেপ্তার হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির আস্থাভাজন ঘনিষ্ঠ নেতা শেখ আরাফাত। 

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে সরকার বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপক্ষে ত্রাসের সৃষ্টিসহ ভাঙ্গা থানায় ডাকাতি ও পণ্য গ্রাফি আইনে পৃথক দুটি মামলা এবং পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামি শেখ আরাফাতকে আটক ও জেলহাজতে পাঠানোর এতথ্য রোববার রাতে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , শেখ আরাফাত চুয়াডাঙ্গা হয়ে বেনাপোল সীমান্তের প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দেশত্যাগ করতে গিয়ে আটক খবরটি গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ঝিনাইদহ পুলিশ শনিবার ফরিদপুর আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ থাকে যে শেখ আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর হাতধরে ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে উত্থানের পর ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সাথে তার শশুর ও স্ত্রীকে নিয়ে যোগদান করে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে সরকারের পক্ষে বিএনপি জামায়াত ইসলামি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিবিধ আপত্তিকর বক্তব্য ও পোস্ট করে পুলিশ ও রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্কিত হয়ে ওঠেন। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর  গণঅভ্যুত্থানে এলাকা থেকে গাঢাকা দেয়। কিন্তু এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ছড়িয়ে পুলিশের স্থানীয় তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামী হিসেবে দৃশ্যমান হয় যুবলীগ নেতা শেখ আরাফাত।

নুসরাত

×