ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরন

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ৯ জানুয়ারি ২০২৫

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরন

ছবি : সংগৃহীত

ঢাকা কলেজের অভ্যন্তরীণ টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটের এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় কলেজ অডিটোরিয়ামে ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’ শীর্ষক সংলাপ চলছিল। এর মধ্যেই এই ঘটনা ঘটে। তবে এ ঘটনার সাথে জড়িতদের কাউকে শনাক্ত করতে পারেনি কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২নং গেটম্যান জয়দ্বীপ সরকার বলেন, আমি গেইটের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছনের দিকে নায়েমের গলি সংলগ্ন দেয়ালে কাছে ককটেল বিস্ফোরণ হয়। তীব্র ধোয়া ও বারুদের গন্ধে আমরা সবাই ভয় পেয়েছি মনে করলাম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, কেমন ছাত্র রাজনীতি ঢাকা কলেজ চাই, এটা নিয়ে আজকের প্রোগ্রাম হয়েছে। কীরকম ছাত্র রাজনীতি চাই সেটা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে। কলেজ প্রশাসন যদি কোন পদক্ষেপ না নেয়, তারা যদি জিরো টলারেন্স নীতি অবলম্বন না করে, সেখানে ছাত্র সংগঠনগুলো স্থিতিশীল থাকতে পারবে না। আমরা দেখেছি একটা ছাত্র সংগঠনের পদবঞ্চিতরা ও যারা পদ পেয়েছে তারা ক্যাম্পাস ঝামেলা করেছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। কলেজ প্রশাসন তখন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এজন্য আজকের এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা কোনো ছাত্র সংগঠনকে অধিক প্রাধান্য বা বঞ্চিত করবো না।
 

জুবায়ের/মো. মহিউদ্দিন

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার