
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি একটি জনপ্রিয় টকশোতে উপস্থিত হয়ে চমকে দিয়েছেন অন্যতম আলোচিত ব্যক্তিত্ব মেজর ডালিম। দীর্ঘদিন আড়ালে থাকার পর তার এই প্রকাশ্য উপস্থিতি গণমাধ্যম এবং দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে সবাই লক্ষ্য করেন যে মেজর ডালিমের বাঁ হাতের একটি আঙুল নেই। দর্শকদের কৌতূহল মেটাতে তিনি নিজেই জানালেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় একটি রণাঙ্গনে তিনি এই আঙুলটি হারান। শুধু তাই নয়, তার শরীরজুড়ে রয়েছে যুদ্ধকালীন আরও অনেক আঘাতের চিহ্ন, যা তিনি আজও বয়ে বেড়াচ্ছেন।
মেজর ডালিম বলেন, "স্বাধীনতার জন্য আমরা জীবন বাজি রেখেছিলাম। এই চিহ্নগুলো কষ্টের হলেও এগুলো আমার গর্বের প্রতীক।"