ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভুয়া পরিচয়ে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর প্রেম, অতঃপর

প্রকাশিত: ২২:৪২, ৩১ ডিসেম্বর ২০২৪

ভুয়া পরিচয়ে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর প্রেম, অতঃপর

ছবি সংগৃহীত

রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকায় এক নারী চিকিৎসককে তার নিজ বাসা থেকে অপহরণ করার ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। অভিযুক্তের নাম তানজিম খান তাজ নিরব (৩০), যিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চার বছর ধরে চিকিৎসক শাকিরা তাসনিম দোলা (২৬)-এর সঙ্গে প্রেম করছিলেন।

জানা গেছে, সম্প্রতি বিয়ের প্রস্তাব দেওয়ার পর শাকিরার পরিবার তানজিমের প্রকৃত পরিচয় জানে এবং তার সাথে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তানজিম অপহরণের পরিকল্পনা করেন। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে শাকিরার বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।

ঘটনার দিন, শাকিরার বাবা আবু তাহের খুরশিদ বকুল নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে জিম্মি করে এবং চাবি কেড়ে নিয়ে বাড়ির দোতলায় উঠে শাকিরাকে অপহরণ করার চেষ্টা করে। শাকিরার মা রেহেনা পারভীন শিউলিকে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে ও গলা চেপে হত্যার চেষ্টা করে। এরপর, বাবা-মেয়েকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর শাকিরার বাবা আবু তাহের খুরশিদ বকুলকে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে দিয়ে শাকিরাকে অপহরণকারীরা নিয়ে যায়। পরে, শাকিরার বাবা সলঙ্গা থানার মাধ্যমে পরিবারের কাছে ফিরে আসেন।

এ ঘটনায় শাকিরার বাবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলায় তানজিম খান তাজ, তানভীর খান, রওশন আলমসহ অজ্ঞাত আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইক্রোবাসের রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা সম্ভব হয়েছে এবং অপহৃত চিকিৎসককে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, "তানজিম খান তাজ অপহরণের মূলহোতা, তার অবস্থান জানার চেষ্টা চলছে এবং শিগগিরই এই ঘটনায় সুরাহা আসবে।"

আশিকুর রহমান

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার