ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

উত্তরে বাড়ছে শীতের প্রকোপর

ঘন কুয়াশায় ঢাকা-সৈয়দপুর বিমান চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২২:৪৯, ৫ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশায় ঢাকা-সৈয়দপুর বিমান চলাচল ব্যাহত

.

উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি ও সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় ঢাকা-সৈয়দপুর-ঢাকা আকাশপথে দুটি বিমান চলাচলে সিডিউল বিপর্যয় ঘটে। চার ঘণ্টা ২০ মিনিট পর বেলা  ১২টা ২০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে উত্তরাঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও  নেমে আসার সম্ভাবনা রয়েছে।
সৈয়দপুর-ঢাকা ও কক্সবাজার-সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে ১৫-১৬টি ফ্লাইট নিয়মিত চলাচল করে। এর মধ্যে দুপুর ১২টার আগে তিনটি ফ্লাইট রয়েছে। বাকিগুলো দুপুর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বিশেষ করে ঢাকা ও সৈয়দপুর থেকে ভিআইপি ও ব্যবসায়ী যাত্রীরা সকালের ফ্লাইটগুলো বেশি ব্যবহার করেন। দিনে কাজ শেষ করে সন্ধ্যায় তারা গন্তব্যে ফিরে যাওয়ার সময় ঘন কুয়াশায় বাধাগ্রস্ত হচ্ছেন।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন,  বৃহস্পতিবার ভোর থেকে এলাকাটি ঘন কুয়াশায় ঢেকে যায়। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ২০০ মিটার ভিজিবিলিটি ছিল। ফলে, বিমান চলাচলে কিছুটা বিঘম্ন ঘটে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি। তবে, সিডিউল বিপর্যয় ঘটেছে। সকাল ৮টায় নভোএয়ারের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেগুলো যথাসময়ে  নামতে পারেনি। প্রায় চার ঘণ্টা ২০ মিনিট পর বেলা ১২টা ২০ মিনিটে আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,  রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ পর্যন্ত নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর ঘরে থাকলেও গত দুদিনে ৩ ডিগ্রি কমে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। তাপমাত্রা দিন দিন কমতে থাকলে কুয়াশা ও শীতের দাপট আরও বাড়বে।
বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তথা উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়া ও নওগাঁর বদগাছীতে ১২  ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও কুড়িগ্রামের রাজারহাটে ১৩ দশমিক ৬; নীলফামারীর ডিমলায় ১৪  ও সৈয়দপুর ১৪ দশমিক ৬ডিগ্রি এবং রংপুর বিভাগীয় শহরে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, জেলায় শীত বেড়ে যাওয়ায় গরম কাপড়ের বাজার জমে উঠেছে। ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত শীতবস্ত্রের বাজার। শহরের প্রধান ডাকঘরের সামনে ও মাতৃসদন সড়কে বসেছে এই বাজার।
 ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম থেকে পাইকারি বেল ভর্তি পুরনো শীতবস্ত্র কিনে এনে এখানে খুচরা বিক্রি করেন। দাম ক্রেতার আয়ত্তের মধ্যে। প্রতিটি সোয়েটারের দাম একশ’ টাকা থেকে তিন/চারশ’ টাকা, কোট তিনশ’ টাকা থেকে পাঁচশ’ টাকা, জ্যাকেট তিনশ’ থেকে ছয়শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন  

×