ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জামালপুরে কোটা সংস্কারের দাবিতে সংঘর্ষ, আহত ২৫, আটক ৪

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ১৯:১৭, ১৮ জুলাই ২০২৪

জামালপুরে কোটা সংস্কারের দাবিতে সংঘর্ষ, আহত ২৫, আটক ৪

গেটপাড়

জামালপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে পৃথক স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ, পুলিশের ফাকাগুলি ও টিয়ারশেলে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হওয়া ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে জামালপুর শহরে প্রধান সড়কের গেটপাড় রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এবং জামালপুর সদর উপজেলার বাঁশাচড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে কোটা সংস্কারে দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জামালপুর শহরের গেটপাড়ে রেলওয়ে লেভক্রসিংয়ে প্রতিবন্ধক সৃষ্টি করে ঢাকা থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখেন। বেলা আড়াইটার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বিজিপি ও র‌্যাব সদস্যরা আন্দোলনকারীদের বুঝিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা চালান। কিন্তু শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অটল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন অবরোধ করে রাখার ঘোষণা দেয়। তারা পুলিশ ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। রেললাইন অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। 

একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দমনে বেপরোয়া ভাবে টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে পুলিশ, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন। এতে শিক্ষার্থীরা আরো মারমুখী হয়ে উঠে। পুরো গেটপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীরা পুলিশের ধাওয়া খেয়ে রেলস্টেশনে আটকাপড়া আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। 

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রায় পাঁচ ঘন্টা বিলম্বে বিকেল ৫টার দিকে জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে। 

অপরদিকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ তাদেরকে সেখানে থেকে সরে যেতে বললে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পাথর ও ইটপাটকেলের আঘাতে দুজন পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন। 

এছাড়াও জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল বটতলা এলাকায় জামালপুর-সরিষাবাড়ী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারাণ শিক্ষার্থীর। এছাড়া জেলার সরিষাবাড়ী, বকশীগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

এদিকে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন জনকন্ঠকে বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। পুলিশ সুপার আসা মাত্রই কিছু দুষ্কৃতিকারীরা হামলা করে। পুলিশ বাধ্য হয়ে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আমাদের ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে থেকে চারজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 

শহিদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার