ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

বাউফলে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন 

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৩:১৬, ১৭ জুলাই ২০২৪; আপডেট: ১৩:৪৫, ১৭ জুলাই ২০২৪

বাউফলে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন 

বিক্ষোভ  মিছিল

কোটা সংস্কারে দাবিতে পটুয়াখালীর বাউফলে বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে বাউফল সরকারি কলেজের কয়েকশ শিক্ষার্থী শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। 

বিক্ষোভ  মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভের সামনে অবস্থান নেয় এবং কোঠা সংস্কারের দাবিতে বিভিন্ন ধরণের শ্লোগান দিতে থাকেন।

সেখানে আধা ঘন্টা  অবস্থানের পর তারা পুনরায় মিছিল নিয়ে একই সড়ক দিয়ে কলেজ ক্যাম্পাসে চলে আসেন।
এ মিছিলে একমত পোষণ করে অনেক পথচারীদের অংশ নিতে দেখা গেছে।

 এসআর

×