ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশিত: ১৯:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৪

সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

ফেনী সাগরিকা এক্সপ্রেস

ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫২মিনিটে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটির ৯টি বগির মধ্যে ৭টি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আর দুটি বগির মেরামত কাজ শেষ করে পরে রওনা করবে।

ট্রেনের এক যাত্রী বলেন, স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি। অনেকে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে কিছুটা আঘাত পেয়েছে। 

সাগরিকা এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত আনসার কমান্ডার বলেন, হঠাৎ করে ট্রেন একটি ঝাঁকুনি দিয়ে স্টেশন এলাকায় থেমে যায়। অনেকে আগুন মনে করে দৌড়াদৌড়ি শুরু করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটি শিগগিরই মেরামত শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এস

×