ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বগুড়ায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীর ফিলিং স্টেশনে ভাঙচুর ও পেট্রোল বোমা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২১:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৩

বগুড়ায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীর ফিলিং স্টেশনে ভাঙচুর ও পেট্রোল বোমা

স্বতন্ত্র প্রার্থীর পেট্রোল পাম্প ভাঙচুর ও বোমা হামলা চালায় দুর্বৃত্তরা

শনিবার রাতে বগুড়ার বনানী এলাকায় বগুড়ার কাহালু-নন্দীগ্রাম আসনে (বগুড়া-৪) বিএনপির চার বারের সাবেক এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার ব্যবসা প্রতিষ্ঠান ফিলিং স্টেশনে পেট্রোল বোমা হামলা হয়েছে। সেখানে ভাঙচুরের পর পেট্রোল বোমার হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় ব্যাপক ককটেলবাজি করে হামলাকারীরা। বিএনপির বিদ্রোহী এই নেতা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার জন্য বিএনপিকে দায়ী করে জানিয়েছেন বিএনপি এখন অপ্রকৃতস্থ ও উন্মাদদের হাতে জিম্মি হয়ে পড়েছে। গণতান্ত্রিক আন্দোলনের নামে ধংসাত্মক ও আমানবিক কার্যকলাপ চালাচ্ছে।
বগুড়ার শাহাজানপুর উপজেলার বনানী এলাকায় মেসার্স হক অ্যান্ড কোম্পানি নামে পেট্রোল পাম্পে রাত পৌনে ৩টার দিকে ১০/১২ জন দুুর্বৃত্ত হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে ফিলিং স্টেশনের ৫টি ডিসপেন্সিং ইউনিট ভাঙচুর করে। এরপর পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফিলিং স্টেশনের ম্যানেজার সাখাওয়াত ও নৈশপ্রহরী আজমল হোসেন জানিয়েছেন, দৃর্বুত্তরা মোটরসাইকেল ও অটোরিক্সায় এসে হঠাৎ করে হামলা চালায়।

×