ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী চারজন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত: ২৩:০১, ৯ ডিসেম্বর ২০২৩

ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী চারজন

ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ভিআইপি আসন খ্যাত নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ব্যারিস্টার মওদুদের মৃত্যুর পর দৃশ্যপট পাল্টে গেছে। এখন এ আসনে ওবায়দুল কাদেরের দিকে পাল্লা ভারী। তবে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেলও আছেন আলোচনায়। ৩৮ বছর বয়সী তানভীর জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় রয়েছেন। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বার বার বিপুল ভোটে নির্বাচিত হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী জাপার দলীয় প্রার্থী ব্যারিস্টার তানভীর ছাড়াও আরও তিনজন রয়েছেন। তারা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মোহাম্মদ মকছুদের রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (আইএফবি) মোহাম্মদ শামছুদ্দোহা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাকিল মাহমুদ চৌধুরী। নোয়াখালী-৫ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে রাজনৈতিক-সামাজিক মহলে ওবায়দুল কাদের ও তানভীরের বেশ পরিচিতি থাকলেও অপর তিন প্রার্থীর তেমন একটা জনসম্পৃক্ততা ও পরিচিতি নেই।

×