
তৃতীয় লিঙ্গের উর্মি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য তৃতীয় লিঙ্গের একজনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোট।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম পার্টি ঘোষিত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় লিঙ্গের ওই প্রার্থীর নাম উর্মি। তিনি গাজীপুর-৫ আসন থেকে লিবারেল ইসলামিক জোটের ভোটের মাঠে লড়াই করবেন। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার পূবাইলের বড়ইবাড়ি এলাকায়।
মনোনয়ন পেয়ে উর্মি বলেন, ‘দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমি জনগণের জন্য কাজ করব। আশা করি, মানুষ আমাকে ভোট দিয়ে তাদের পাশে থাকার সুযোগ দেবে।’
তিনি বলেন, ‘গত ১৯ নভেম্বর গাজীপুর জেলা রিটার্নিং কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছি। আগামীকাল বুধবার আমি মনোনয়নপত্র জমা দেবো। এখন আমি কাগজপত্র ঠিক করছি। আমি সবার কাছে দোয়া চাই।’
এ বিষয়ে বিএসপির চেয়ারম্যান সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি বলেন, ‘মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আশা করি আমাদের প্রার্থীরা বিজয়ী হয়ে আসবে।’
এম হাসান